মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার বুকিত বিনতাংয়ের ফুড ভিলেজ রেস্টুরেন্টে গতকাল মঙ্গলবার প্রবাসী বাংলাদেশিদের নিয়ে ব্যাডমিন্টন প্রতিযোগিতা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ছবি : এনটিভি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের নিয়ে শুরু হচ্ছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় অংশ নেবে প্রবাসীদের ২৪টি দল। 

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের স্তেপাকের জেজেবি ব্যাডমিন্টন মাঠে ১৪  জানুয়ারি থেকে এ প্রতিযোগিতা শুরু হবে। প্রতিযোগিতা টানা চার দিন ধরে চলবে। 

গতকাল মঙ্গলবার বুকিত বিনতাংয়ের ফুড ভিলেজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রতিযোগিতার সমন্বয়ক মোস্তফা ইমরান রাজু। 

এ সময় উপস্থিত ছিলেন প্রতিযোগিতার আয়োজক এজিডি পিকচার্সের চেয়ারম্যান দাতু সেলিম, কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি এস এম রহমান পারভেজ, বিশিষ্ট ব্যবসায়ী এস কে সেন্টু,  এক্সট্রিম গ্রুপের মার্কেটিং ডিরেক্টর নাহিদ আহমেদ প্রমুখ। 

সংবাদ সম্মেলনে বিভিন্ন দলের খেলোয়াড় উপস্থিত ছিলেন। শেষে ডিনার পার্টি অনুষ্ঠিত হয়।