অস্ট্রেলিয়ার টেম্পি পার্কে বৈশাখী মেলার তারিখ ঘোষণা

Looks like you've blocked notifications!

অস্ট্রেলিয়ার টেম্পি পার্কে আগামী ৭ এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের অন্যতম প্রিয় উৎসব বৈশাখী মেলার আয়োজন করা হবে। 

বৈশাখী মেলা কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু পরিষদ সিডনির সাধারণ সম্পাদক গাউসুল আলম শাহাজাদা এনটিভি অনলাইনকে জানান, তারিখ ঘোষণার পর এরই মধ্যে মেলাকে ঘিরে শুরু হয়েছে প্রচার। প্রবাসী বাংলাদেশি বিশেষ করে সাংস্কৃতিক অঙ্গনের শিল্পী ও কলাকূশলীদের ভেতরে শুরু হয়েছে মেলার প্রস্তুতি। সিডনি ছাড়াও অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্য থেকে বিপুল প্রবাসী বাংলাদেশির আগমন ঘটে এই মেলায়।

গাউসুল আলম শাহজাদা আরো বলেন, এবারের মেলায় দর্শকদের কথা বিবেচনা করে অনুষ্ঠানমালায় ভিন্নতা আনা হয়েছে। অস্ট্রেলিয়ায় বেড়ে উঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির ধারণা দেওয়ার জন্য মেলার অনুষ্ঠানকে গুরুত্ব দেওয়া হয়েছে। 

শনিবার সাপ্তহিক ছুটি এবং বৈশাখের প্রথম আয়োজন এই দুটি বিষয়কে সামনে রেখে বিপুল প্রবাসী বাংলাদেশি মিলিত হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ। 

মেলার স্টল ও বিজ্ঞাপনের দায়িত্বে আছেন গাউসুল আলম শাহাজাদা, সাংস্কৃতিক অনুষ্ঠানের দায়িত্বে সঞ্জয় এবং সুজন আর পাবলিকেশনের দায়িত্বে রতন কুণ্ডু।

প্রথমবারের মতো এই মেলায় মিডিয়া পার্টনার এনটিভি অস্ট্রেলিয়া।

বঙ্গবন্ধু পরিষদ-সিডনি গত বারো বছর ধরে টেম্পি পার্কে সফলভাবে এই মেলার আয়োজন করে আসছে।