স্পেনে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

Looks like you've blocked notifications!

গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ আগস্ট স্পেনের মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন হলে সংগঠনের সভাপতি আল মামুনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মহৎ ও সুন্দর কাজের জন্য প্রথমে প্রয়োজন ঐক্য এবং কোনো কাজ এগিয়ে নিতে হলে ঐক্যের কোনো বিকল্প নেই। 

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিপার আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কামরুজ্জামান সুন্দর, আবদুল কাইয়ুম সেলিম, লুতফুর রহমান, আবদুল কাইয়ুম মাসুক, রমিজ উদ্দিন, আবদুল হামিদ সঞ্জু, খায়রুজ্জামান জামান, ইসলাম উদ্দিন পঙ্কি,  মাহবুব আলম, ফয়জুর রহমান, ফরহাদ আহমেদ, নাজমুল ইসলাম নাজু, আবু জাফর রাসেল, শাওন আহমেদ, হুমায়ুন কবির রিগ্যান, ছানুর মিয়া ছাদ, রশীদ আহমেদ, রাজু আহমেদ, ফজির আলী নাদিম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, বেলাল আহমেদ, মনির মিয়া, আবু তাহের, আমীন চৌধুরী, আকাশ ফাহমিদ, সাইদুল হক টিপু প্রমুখ।  

বক্তারা তাঁদের বক্তব্যে আরো বলেন, প্রবাসে সিলেটের আলাদা পরিচয় ও সুনাম রয়েছে। এ জেলার রয়েছে পুরোনো ঐতিহ্য। এসব সুনাম ও ঐতিহ্যকে বুকে ধারণ করে প্রবাসের মাটিতে সগৌরবে উজ্জীবিত থাকতে হবে। তবেই আমাদের নির্ধারিত স্বপ্ন বাস্তবে রূপান্তরিত হবে।