জেদ্দায় বাংলাদেশ স্কুলে ঋণের চেক হস্তান্তর

Looks like you've blocked notifications!

সৌদি আরবের জেদ্দাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজকে সরকারের ‘ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড’ কর্তৃক প্রদত্ত দুই কোটি টাকা ঋণের চেক হস্তান্তর করা হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেট থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

সেই সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি শাখা) অনুকূলে  বাংলাদেশ সরকারের ‘ওয়েজ আনার্স কল্যাণ বোর্ড’ কর্তৃক প্রদত্ত দুই কোটি টাকার ঋণের চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। 

সন্ধ্যা সাড়ে ৭টায় পবিত্র কোরআন তেলাওয়াতের পর কনসাল জেনারেল এফ. এফ. বোরহান উদ্দিন প্রবাসীদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন। বক্তব্য শেষে স্কুলের এসএমসির চেয়ারম্যান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহর কাছ থেকে ঋণের চেক গ্রহণ করেন এবং স্কুলের এসএমসির চেয়ারম্যান তাঁর অনুভূতি প্রকাশ করেন।

সবশেষে রাষ্ট্রদূত উপস্থিত সবার উদ্দেশে সমাপনী বক্তব্য দেন।  কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ জেদ্দায় বসবাসরত বিভিন্নস্তরের প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।