কোটি টাকা নিয়ে ২ সৌদি প্রবাসী উধাও!

Looks like you've blocked notifications!
সৌদি আরবে গতকাল রোববার সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা। ছবি : এনটিভি

সৌদি আরবে প্রবাসীদের প্রায় এক কোটি টাকা নিয়ে দুই বাংলাদেশি নাগরিক দেশে পালিয়ে এসেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার স্থানীয় সময় রাত ১০টায় মদিনার একটি হোটেলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।

অভিযুক্ত দুজন হলেন আবদুস সবুর ও তাঁর শ্যালক তারেক রহমান। আবদুস সবুর চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার মোজাফ্ফরবাদ পশ্চিম এলাহাবাদের বাসিন্দা।

মদিনায় অবস্থানরত প্রবাসীদের কাছ থেকে ব্যবসা করার নামে টাকা নিয়ে আবদুস সবুর ও তারেক রহমান দেশে পালিয়ে এসেছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা বলেন, ‘আবদুস সবুর দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে ব্যবসা করতেন। হঠাৎ তিনি নতুন ব্যবসা করার নাম করে আমাদের কাছ থেকে বিভিন্ন ভাবে চার লাখ ১৫ হাজার ৮৯০ সৌদি রিয়াল (৯৩ লাখ ৫৫ হাজার ৮০০ টাকা) নিয়ে দেশে পালিয়ে যান।’

সংবাদ সম্মেলনে মদিনা প্রবাসী ভুক্তভোগীদের মধ্যে উপস্থিত ছিলেন দিদারুল ইসলাম, মোজাফফর আহমদ, সাহাবুদ্দিন, জসিমউদ্দিন, মোহাম্মদ হোসেন, আবদুল মান্নান ও ইউসুফ।