দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের দাবি মক্কা প্রবাসীদের

Looks like you've blocked notifications!

প্রস্তাবিত চট্টগ্রামের দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নের দাবিতে সৌদি আরবের মক্কায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোহাজারী সাঙ্গু থানার আওতাধীন আট ইউনিয়নের মক্কা প্রবাসীদের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়।

গত বৃহস্পতিবার মক্কা নগরীর মিসফালায় হোটেল হুদ হুদের বলরুমে এ সভার আয়োজন করা হয়।

মক্কাপ্রবাসী ফজলুল করিম খোকনের সভাপতিত্বে এবং কাজী আবদুল্লাহ ও বোরহান রব্বানীর যৌথ পরিচালনায় বক্তব্য দেন মক্কা চন্দনাইশ সমিতির সভাপতি মো. মোজ্জামেল হক, হারুন রশিদ (দোহাজারী), হাসান জসিম (ধর্মপুর), ডা. এজাজ উল্লাহ (সাতবাড়িয়া), আবু তৈয়ব (কালিয়াইশ), সাকের আহমদ ও মুহাম্মদ মুখতার (খাগরিয়া), শাহ আলম (ধোপাছড়ি), মুহাম্মদ ফোরকান ও আয়ুব আলী (কেওচিয়া), মুহাম্মদ আলমগীর (পুরানগড়), খলিল আহমদ (বাজালিয়া), এস্কান্দর ও মুহাম্মদ মুছা (সাতবাড়িয়া), দোহাজারীর জাহাঙ্গীর আলম, আলাউদ্দীন, সাইফুদ্দিন বিশাল, সেলিম জাবেদ, লিয়াকত জয়, সৈয়দ কাউসার আলম, ফারুক আজম, ফরহাদ, সাদ্দাম হোসেন, আদনান মাহিম, ডালিম, সাইফুল ইসলাম, মুরশেদ আলম, আনসার আলী, আমির হোসেন, শওকত মফিজ, খলিলুর রহমান প্রমুখ।

প্রয়াত রাজনীতিবিদ জাফর আহমদ চৌধুরী দোহাজারীর নাম সরকারকে প্রস্তাব দিয়েছিলেন বলে সবার বক্তব্যে উঠে আসে।

আলোচনা সভা শেষে দোহাজারী সাঙ্গু থানা দ্রুত বাস্তবায়নসহ মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।