প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রেলীয় প্রবাসীদের শুভেচ্ছা
সদ্যসমাপ্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়ার পক্ষ থেকে বুধবার সন্ধ্যায় গণভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অস্ট্রেলিয়া আওয়ামী লীগের সভাপতি আইনজীবী সিরাজুল হকের নেতৃত্বে এ সময় সিডনি ও মেলবোর্ন আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ অস্ট্রেলিয়া শাখার নেতৃবন্দ মোল্লা হক, গাউসুল আলম শাহাজাদা, আলী শিকদার, ফয়সাল আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেলবোর্ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা হক বলেন, “আমরা গণভবনের পৌঁছার একটু পরই ‘বাংলাদেশ আওয়ামী লীগ, অস্ট্রেলিয়া’ নামে আমাদের ডাকা হয়। গণভবনের ভেতরে গিয়ে আমরা অসংখ্য জাতীয় নেতা ও সংসদ সদস্যদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কুশল বিনিময় করি। এই আনন্দঘন পরিবেশে বাংলাদেশের রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ব্যাংকার, এফবিসিসিআইর কর্মকর্তাবৃন্দ, সেনাপ্রধানসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।”