মক্কায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

সৌদি আরবের মক্কায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে মক্কা বঙ্গবন্ধু পরিষদ।
‘ভাষা আন্দোলনের পথ ধরেই আজ আমরা স্বাধীন’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে মক্কা বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি। বুধবার মক্কার স্থানীয় একটি হোটেলে কোরআন তিলওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর মূল অনুষ্ঠান শুরু হয়।
আলোচনা সভায় সংগঠনের সভাপতি হাবিব উল্লাহ সওদাগরের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সাঈদ সবুজের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. আলী মুন্না।
প্রধান বক্তা ছিলেন মক্কা বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম। শুরুতে স্বাগত বক্তব্য দেন ডা. সেলিম উল্লাহ।
বক্তব্য দেন মাঈন উদ্দিন, মফিজুর রহমান, নুরুল আবছার, ইব্রাহিম চৌধুরী বিল্লু, কায়েসসহ আরো অনেকে।
আরো উপস্থিত ছিলেন সাইদুল ইসলাম, মমতাজ হোসেন চৌধুরী, মো, আবদুল্লাহ,নুরুল আমিন, রবিউল আলম, হামিদুল হক, মো. কাসেম উল্লাহসহ মক্কা বঙ্গবন্ধু পরিষদের বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ‘মাতৃভাষার জন্য আত্মদান পৃথিবীর ইতিহাসে এক বিরল ঘটনা। একুশের চেতনার মাধ্যমে বাঙালি জাতি মহান মুক্তিযুদ্ধের প্রেরণা পেয়েছিল যার ফলে পরবর্তী সময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্তে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছিল।’
আলোচনা সভা শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।