মাহাথিরের সঙ্গে বৈঠক বাংলাদেশ প্রতিনিধিদলের

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিদল। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেছেন দেশটিতে সফররত বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল।

মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মাহাথির বিন মোহাম্মদের সঙ্গে ওই বৈঠকে দেশটিতে বাংলাদেশের কর্মী নিয়োগ, অবৈধদের বৈধতা প্রদান, নির্বিঘ্ন প্রত্যাবাসন, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, রোহিঙ্গা, মাহাথিরের বাংলাদেশ সফরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী।

বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল আবু মোজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব চৌধুরী, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম, দূতাবাসের ডিফেন্স অ্যাডভাইজার এয়ার কমোডর হুমায়ুন কবীরসহ অন্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।