রিয়াদে নানা আয়োজনে এনটিভির ১৬তম বর্ষপূর্তি উদযাপন

দর্শক নন্দিত টেলিভিশন এনটিভি ১৬ বছর পেরিয়ে ১৭ বছরে পদার্পণ উপলক্ষে সম্প্রতি রিয়াদের আল পাখাম কমিউনিটি সেন্টারে সৌদি আরব এনটিভি দর্শক ফোরাম ও এনটিভি সাংস্কৃতিক ফোরামের যৌথ আয়োজনে জমকালো অনুষ্ঠান ও এনটিভি প্রবাস বিনোদন পর্ব-১০-এর আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর বিশাল আয়োজনে জাতীয় সংগীত ও ‘শুভ জন্মদিন প্রিয় এনটিভি’ সমবেত কণ্ঠে সংগীত পরিবেশন করেন এনটিভি সাংস্কৃতিক ফোরামের নিজস্ব শিল্পীরা ৷ এর পর পরই অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদ দূতাবাসের প্রেস সচিব মো. ফখরুল ইসলাম, এনটিভি দর্শক ফোরামের সভাপতি অধ্যাপক আ. ক. ম. রফিকুল ইসলাম, অনুষ্ঠানের স্পন্সর ঢাকা মেডিকেল সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল মামুন, সজীব ফুডস লিমিটেডের আমদানিকারক লোটন মোছাসহ প্রবাসী রাজনীতিবিদ, ব্যবসায়ী, কবি, সাংবাদিক, সংস্কৃতিকর্মী ও নারী সমাজের প্রতিনিধিরা ১৬ পাউন্ড ওজনের বিশাল আকারের কেক কেটে এনটিভির ১৬তম বর্ষপূর্তি ও ১৭ বছরে পর্দাপণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন প্রবাসী সমাজের বিশিষ্টজন তাজুল ইসলাম গাজী, ইঞ্জিনিয়ার গোফরান, আনোয়ার হোসেন রতন, ড. আসাদ, ডা. মৌসুমি, আলহাজ নুরুল ইসলাম নুরু, তালুকদার হারুন উর রশিদ, যুবনেতা জাহাঙ্গীর আলম, ফখরুল ইসলাম বিলাস, জুলিয়া ইসলাম লিপ্সি, ইল্মিস ফাতেমা চৌধুরী, আল্পনা ইয়াসমিন পলি, মাসুদ রানা, হাফ অ্যান্ড আওয়ার স্টাবলিস্টের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশিষ্ট সৌদি নাগরিক মো. সালেহ শিবলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবদুল্লাহ আল হারবী প্রমুখ। বস্তুনিষ্ঠ সংবাদ ও ভালো ভালো বিনোদনমূলক অনুষ্ঠান উপহার প্রদান অব্যাহত রেখে দেশ ও জাতির স্বার্থে এনটিভির নিরপেক্ষ ভূমিকা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান।
নাচ, গান, কবিতাসহ প্রাণবন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রবাসীরা। বরাবরের মতো অনুষ্ঠানের স্পন্সর ছিল রিয়াদের ঢাকা মেডিকেল সেন্টার ও সজীব গ্রুপ।
অনুষ্ঠানের প্রধান অতিথি রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব মো. ফখরুল ইসলাম ও রিয়াদের জনপ্রিয় সংগীতশিল্পী শম্পা দেওয়ানকে এনটিভি সম্মাননা পদক দেওয়া হয়।
সাংস্কৃতিক পর্বে সংগীতশিল্পী শম্পা দেওয়ান, মো. জামশেদ রানা, বাবুল, বড় ইমরান, ছোট ইমরান, জাবেদ ও জয় সংগীত পরিবেশন করেন। নৃত্য পরিবেশন করেন নাশরা, মামুন ও ওয়াফা।
মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মো. সালাউদ্দিন ও বিপ্লব দেওয়ান।
সব শেষে ছিল আগত অতিথিদের জন্য নৈশভোজের ব্যবস্থা। আগামীতে এমন আয়োজন অব্যাহত থাকবে বলে প্রবাসীরা আশাবাদ ব্যক্ত করেন। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি নারী-পুরুষ বিশাল এ আয়োজনে অংশগ্রহণ করেন।