প্রেস কাউন্সিলের সম্মেলনকে স্বাগত জানাল প্রেসক্লাব

Looks like you've blocked notifications!

প্রবাসী সাংবাদিক, লেখক ও সহিত্যিকদের নিয়ে অস্ট্রেলিয়ার সিডনির রকডেল বনফুল ফাংশান সেন্টারে ৮ নভেম্বর একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে অনুষ্ঠেয় এ সম্মেলনকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেসক্লাব। সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে সব সদস্য ও শুভানুধ্যায়ীকে নিমন্ত্রণ জানিয়েছে প্রেসক্লাব।

এ বিষয়ে জানতে চাইলে প্রেসক্লাবের সভাপতি ও আপডেট বিডি নিউজ-এর সম্পাদক রেজাউল হক বলেন, ‘আমরা সকল প্রকার সাহায্য করে যাচ্ছি প্রেস কাউন্সিলের আগামী সম্মেলনকে নিয়ে। আমাদের যাঁরা সহযোগিতা করেছেন বা যাঁরা মেম্বার (সদস্য) হতে চান, সবাইকে প্রেস কাউন্সিলের এই সম্মেলনে যোগ দিতে অনুরোধ করছি।’

‘অস্ট্রেলিয়ার ছোট পরিসরে সাংবাদিকদের এই সংগঠন নিয়ে আমাদের সঙ্গে প্রেস কাউন্সিলের কথা হয়েছে। আমরা একে অপরকে সহযোগিতা করব, যাতে সাংবাদিক সমাজ একটা অভিভাবক পায়,’ যোগ করেন রেজাউল হক।

এই সাংবাদিক নেতা বলেন, ‘আমিও প্রেস কাউন্সিলের মেম্বার। দুই সংগঠনের মেম্বারশিপ (সদস্যপদ) সাংবাদিকদের জন্য খোলা থাকবে।’

অস্ট্রেলিয়া প্রেস কাউন্সিলের আহ্বায়ক ও দেশ-বিদেশ পত্রিকার সম্পাদক বদরুল আমিন বলেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার। এরই মধ্যে চিঠি ও প্রেস রিলিজ দিয়ে সবাইকে অবহিত করা হয়েছে।’

অস্ট্রেলিয়া প্রেসক্লাবের সহযোগিতার জন্য ধন্যবাদ প্রকাশ করে বদরুল আমিন বলেন, ‘আমাদের সাংবাদিক সমাজকে একসঙ্গে কাজ করতে হবে। প্রেস কাউন্সিলের মেম্বারশিপ সকলের জন্য উন্মক্ত থাকবে।’