এনটিভি ইউরোপের সিইওকে ফ্রিম্যানশিপ সম্মাননা

Looks like you've blocked notifications!
যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় এনটিভি ইউরোপের সিইও ও বিশিষ্ট ব্যবসায়ী সাবরিনা হোসাইনকে ফ্রিডম অব দি সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা দেওয়া হয়েছে। ছবি : এনটিভি

যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখায় এনটিভি ইউরোপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বিশিষ্ট ব্যবসায়ী সাবরিনা হোসাইনকে ফ্রিডম অব দি সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার লন্ডনের গিল্ড হলের চেম্বারলিনস কোর্ট রুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সাবরিনা হোসাইনকে ফ্রিম্যানশিপ শপথ বাক্য পাঠ করানো হয়।

সাবরিনা হোসাইনের এত বড় অর্জনে তাঁকে অভিনন্দন জানিয়েছেন এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী।

ফ্রিডম অব দি সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা পাওয়ার পর সাবরিনা হোসাইন জানান, এ দিনটি তাঁর জীবনের অনত্যম সেরা একটি দিন। তিনি বলেন, এ সম্মাননা শুধু তাঁর নয়, এ সম্মান গোটা বাংলাদেশিদের।

সাবরিনা হোসাইন আরো বলেন, কাজ করার ক্ষেত্রে যেকোনো ধরনের সম্মান একটি বড় ধরনের অনুপ্রেরণা হয়ে কাজ করে। আগামী দিনে আরো ভালো ভালো প্রজেক্ট করতে ফ্রিডম অব দি সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা তাঁর জন্য একটি অনেক বড় টনিক হিসেবে কাজ করবে বলে মত দেন তিনি।

ধারণা করা হয়, ১২৩৭ সাল থেকে ফ্রিডম অব দি সিটি অব লন্ডন (ফ্রিম্যানশিপ) সম্মাননা চালু করা হয়েছিল। স্ব স্ব ক্ষেত্রে সফলতম ব্যক্তিত্বরা এ সম্মাননা পেয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে অনারারি  ফ্রিডম অব দি সিটি অব লন্ডন সম্মাননা লাভ করেছেন সব নামি-দামি ব্যক্তিত্বরা। এদের মধ্যে অন্যতম ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স জর্জ ১৮৫৭ সালে এ সম্মান লাভ করেন। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল, বেনজামিন ডিস্রাইয়েলি ও মার্গারেট থ্যাচার, ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ডায়ানা, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, সাবেক জার্মান চ্যান্সেলর হেলমট খলসহ অনেকে। এ ছাড়া প্রথম নারী হিসেবে ১৮৭২ সালে অনারারি ফ্রিডম লাভ করেন প্রথম ব্যারোনেস এঞ্জেলা বার্ডেট কটস।

অপরদিকে বর্তমানে যুক্তরাজ্যের পার্লামেন্টের স্পিকার জন বারকো, ব্রিটিশ চ্যান্সেলর সাজিদ জাভিদ, চার্লস টানক এমপি, ইংলিশ ক্রিকেটার অ্যালিস্টার কুক, অভিনেতা এডি রেডমেইন, ডেমিয়েন লুইস, স্টিফেন ফ্রাই, ইয়ান মেককেলেন, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ব্রিটিশ কূটনীতিক, রাজনৈতিক, সংগীতশিল্পী, অভিনেতাসহ বিভিন্ন ব্যক্তিত্বরা বিভিন্ন সময়ে ফ্রিডম অব দি সিটি অব লন্ডন সম্মাননা লাভ করেছেন।

এদিকে দীর্ঘদিন থেকে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটির সঙ্গে সখ্য গড়ে তুলেছেন সিলেটের গর্ব সাবরিনা হোসাইন। এনটিভি ইউরোপের মাধ্যমে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিকে সেবার দেওয়ার পাশাপাশি  ভারত, পাকিস্তানসহ অন্যান্য কমিউনিটিতেও পদচারণা রয়েছে এই নারী উদ্যোক্তার। ২০১২ সাল থেকে লন্ডনে এনটিভি ইউরোপের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনকে সহযোগিতা করার পাশাপাশি চ্যারিটি সংগঠনগুলোকে সমর্থন করে আসছেন সাবরিনা হোসাইন। শুধু তাই নয় কমিউনিটির মেধাবী নারীদের সামনে নিয়ে আসতে নানা সময়ে নিয়েছেন বিভিন্ন উদ্যোগ। এ ছাড়া ব্রিটেনে বসবাসরত দক্ষিণ এশিয়ার সফলতম ব্যবসায়ীদের সম্মাননা জানাতে সাবরিনা হোসাইন আয়োজন করেন বিজনেস ফ্রেন্ডস অব এনটিভি রিকোগনিশন সেরিমনি।

পাশাপাশি লন্ডনসহ ইউরোপের বিভিন্ন শহরে সাবরিনা হুসাইনের  উদ্যোগে পাঁচ বছর ধরে মাঠে গড়িয়েছে এনটিভি কমিউনিটি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। নানা সময়ে ব্যতিক্রমী সব অনুষ্ঠান আয়োজন করে সব মহল থেকেই প্রশংসিত হয়েছেন মহীয়সী এই নারী। আগামী দিনগুলোতে সাবরিনা হোসাইন ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিকে আরো অনন্য উচ্চতায় নিয়ে যাবেন— এমনটাই প্রত্যাশা করছে সবাই।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী, বাংলাদেশ ক্যাটারার্স অ্যাসোসিয়েশনের (বিসিএ) সাবেক সভাপতি কামাল ইয়াকুব, সাবেক সাধারণ সম্পাদক অলি খান, বিসিএএর বর্তমান সভাপতি শাহ মুনিম, সাধারণ সম্পাদক মিঠু চৌধুরী, ফেডারেশন অব বাংলাদেশ ক্যাটারার্সের (এফবিসি) সভাপতি ইয়াওর খান, ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) সাবেক সভাপতি শাহগির বকত ফারুক, প্রাইড অব এশিয়ার কর্ণধার ওয়াজেদ হাসান সেলিম, ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সিনিয়র কমিউনিটি অ্যাডভাইজার এ্যাশ চৌধুরী, সিটি অব লন্ডনের কাউন্সিল মেম্বার মনসুর আলীসহ এনটিভি ইউরোপ পরিবার।