সৌদিতে সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের অভিষেক অনুষ্ঠিত
সিলেট জেলা প্রবাসী ঐক্য পরিষদের সৌদি আরবের আল-জুবাইল শাখার অভিষেক হয়েছে। এ উপলক্ষে গত ১৭ অক্টোবর আল জুবাইলের হোটেল কক্সনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. আলিম উদ্দিন। সঞ্চালনা করেন মো. মানিক ও মখলিছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদ জালালাবাদ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. কাপ্তান হোসাইন। প্রধান বক্তা ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইনের প্রতিষ্ঠাতা সভাপতি কয়েছ আহাম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জসিম উদ্দিন শামীম, নাছির উদ্দিন মাহমুদ, এম এ মালিক, মাসুক আহমেদ, শাহজাহান সোহাগ প্রমুখ।
প্রবাসের জনপ্রিয় কণ্ঠ শিল্পীদের দিয়ে গান পরিবেশন করা হয়। এ সময় বহু প্রবাসী বাংলাদেশি উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। অনুষ্ঠানে দেশ ও জাতির মঙ্গল কল্যাণ সমৃদ্ধি কামনা করা হয়। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়।