মালয়েশিয়ার মালোরি ও মালাক্কায় তারেক রহমানের জন্মদিন উদযাপিত
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উদযাপন করেছে মালয়েশিয়ার মালোরি ও মালাক্কা বিএনপি ও এর অঙ্গসংগঠন। একই সঙ্গে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর জন্য বিশেষ মোনাজাত করা হয়েছে।
গতকাল রোববার স্থানীয় সময় মধ্যরাতে দোয়া ও কেক কাটার মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন পালন করে জাতীয়তাবাদী যুবদল মালয়েশিয়ার মালোরি শাখা। মালোরির স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
মালোরি শাখা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোজাম্মেল হকের পরিচালনায় এবং মালোরি যুবদলের সভাপতি শিকদার মারুফের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মালয়েশিয়া যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ইলিয়াস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়া বিএনপির সদস্য এ কে এম হাবিবুর রহমান শিশির, মালয়েশিয়া যুবদলের সহসভাপতি মঞ্জু খাঁ, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগর, মোহাম্মদ মিন্টু ,আখলাক আহমেদ প্রমুখ।
সমাপনী বক্তব্যে মালোরি শাখা যুবদলের সভাপতি শিকদার মারুফ বলেন, বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের প্রচলন করেছেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কিন্তু বর্তমান আওয়ামী সরকারের সময়ে দেশে গণতন্ত্রের কবর রচিত হয়েছে। দেশে একদলীয় শাসন চলছে।
জন্মদিন উদযাপন করেছে মালাক্কা বিএনপি
তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে গতকাল রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা মালাক্কা সেন্ট্রালে দোয়া ও আলোচনা অনুষ্ঠান আয়োজন করে মালাক্কা বিএনপি।
মালাক্কা বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মাহতাবের পরিচালনায় এবং মালাক্কা বিএনপি সভাপতি মোহাম্মদ আজাদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মালাক্কা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আলম, সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম আকরাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদ খোরশেদ, মোহাম্মদ সোহরাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাব্বির, দপ্তর সম্পাদক মোহাম্মদ খায়রুল, কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ শাজাহান প্রমুখ।
মালাক্কা বিএনপির সহসভাপতি মোহাম্মদ মতিউর রহমান বলেন, সাকা চৌধুরী ন্যায়বিচার পাননি, তিনি অবৈধ সরকারের রোষানলে পড়েছেন। তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এবং তাঁর বিরুদ্ধে রায়ে আইনি স্বচ্ছতার অভাব ছিল।
মালাক্কা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম আকরাম বলেন, ‘জিয়া পরিবার ও বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস করতে শেখ হাসিনার অবৈধ সরকার নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে খালেদা জিয়াকে পুনরায় নির্বাচিত করতে হবে।’