আর্থিক অন্তর্ভুক্তিতে রোল মডেল বাংলাদেশ : ড. আতিউর রহমান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/12/10/photo-1449686187.jpg)
সৌদি আরবের জেদ্দায় ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (আইএফএসবি) বোর্ড সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। ইসলামিক ফিন্যান্সিয়াল সার্ভিসেস বোর্ডের (আইএফএসবি) উদ্যোগে সৌদি আরবের জেদ্দায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। আইএফএসবি সদস্য দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ওই বোর্ড সভায় উপস্থিত ছিলেন।
বোর্ড সভা শেষে মঙ্গলবার বিকেলে জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। এ সময় তিনি বলেন, ‘বিশ্বে আর্থিক অন্তর্ভুক্তির রোল মডেলে পরিণত হয়েছে বাংলাদেশ।’
ড. আতিউর রহমান আরো বলেন, ‘আমরা ব্যাংকগুলোকে বিশ্বমানের ও জবাবদিহিমূলকভাবে সাজিয়েছি।’ অন্য দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, ‘গত নভেম্বর মাসের রপ্তানি প্রবৃদ্ধি অক্টোবরের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেশি। বছর শেষে কারেন্ট অ্যাকাউন্ট (সারপ্লাস) থাকবে।’
বৈঠকে ড. আতিউর রহমান বাংলাদেশের অর্থায়ন ও ব্যাংকিংয়ের বিভিন্ন সফলতা তুলে ধরে এবং এশীয় অঞ্চলে সম্ভাবনা সম্পর্কে বৃহৎ পরিসরে সচেতনতা বৃদ্ধি, এর অগ্রসরতা, প্রতিকূলতা, অগ্রগতি সম্পর্কে আলোকপাত করেন। আইএফএসবি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যমে সহযোগিতা বৃদ্ধি করার ক্ষেত্রে এ বৈঠক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে গভর্নরের সঙ্গে উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর (ইকোনমিক) ড. আবুল হাসান, জেদ্দা কনস্যুলেটের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন, কনসাল আজিজুর রহমানসহ আরো অনেকে।