মালয়েশিয়ায় শিল্পী-সাংবাদিকদের সম্মানে নৈশভোজ

Looks like you've blocked notifications!

মালয়েশিয়ায় শিল্পী ও সাংবাদিকদের সম্মানে নৈশভোজের আয়োজন করেন প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ মিনহাজ। স্থানীয় সময় মঙ্গলবার কুয়ালালামপুরের বুকিত বিন্তানে অভিজাত রেস্টুরেন্ট ‘রসনা বিলাস’-এ ওই নৈশভোজের আয়োজন করা হয়।

মহান বিজয় দিবসে মালয়েশিয়া বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল সেন্টারের শিল্পীদের গানে মুগ্ধ হয়ে মিনহাজ এ নৈশভোজের আয়োজন করেন। এ উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, ‘মালয়েশিয়াপ্রবাসী শিল্পীরা বিদেশে বাংলাদেশের কৃষ্টি-কালচার তুলে ধরছেন। বাংলাদেশের কৃষ্টি-কালচার আরো নতুন করে বিশ্বের দরবারে পরিচিত হবে। বাংলাদেশি শিল্পীরা যখন দেশের গান দিয়ে অনুষ্ঠান শুরু করে, তখন দেশের প্রতি আলাদা একটা মায়া-মমতা চলে আসে।’

‘মাতৃভূমি মায়ের মতো। মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অনেক শ্রমিক রয়েছে। তারা যখন সারা দিন কাজ করে অনেক ক্লান্ত হয়ে যায়, তখন তাদের প্রয়োজন হয় বিনোদনের। বাংলাদেশি শিল্পীরা যদি এসব প্রবাসীকে বিনোদন দিতে পারে, তাহলে তারা খানিকটা হলে আনন্দ পাবে। কারণ তাদের পাঠানো রেমিট্যান্সে দেশ চলে’, যোগ করেন মিনহাজ।

মালয়েশিয়াপ্রবাসী এ বাংলাদেশি বলেন, ‘বাংলাদেশ কালচারাল সেন্টারের সব শিল্পীকে আমি অভিনন্দন জানাই। কারণ, মালয়েশিয়ায় তোমরা বাংলাদেশি সংগীত পরিবেশন করে প্রবাসীদের মাতৃভূমির প্রতি আলাদা একটা মায়া-মমতা জুগিয়েছ। সত্যি, তোমরা প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখো।’

সাংবাদিকদের উদ্দেশে মোহাম্মদ মিনহাজ বলেন, ‘প্রবাসে সর্বক্ষেত্রে সাংবাদিকদের অবদান রয়েছে। প্রতিকূল পরিবেশে সাংবাদিকরা বাংলাদেশ কমিউনিটির সংবাদ পরিবেশন করে কমিউনিটিকে চাঙ্গা রাখে। সে সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি মালয়েশিয়া বিএনপির সভাপতি ও বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও কর্ণধার ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খানের প্রতি, যিনি মালয়েশিয়ার রাজনীতি ও সামাজিক কার্যক্রমে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।’

অনুষ্ঠানে বাংলাদেশ কালচারাল সেন্টারের অন্যতম কর্তাব্যক্তি জুনায়েদ আহমেদ বলেন, ‘বিদেশি সংস্কৃতি নয়, দেশি সংস্কৃতি প্রবাসে তুলে ধরার চেষ্টা করব। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আমি মালয়েশিয়া বিএনপিকে ধন্যবাদ জানাই।’

নৈশভোজে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা ও মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান, মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালী উল্লাহ জাহিদ, সাংগঠনিক সম্পাদক মির্জা সালাউদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম রতন, মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক খলিল মাতবর, যুবদল নেতা নাসির উদ্দিন নাসিরসহ স্থানীয় সাংবাদিক, কালচার সেন্টারের কলাকুশলী, শিল্পীবৃন্দ।