কুয়েতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুয়েত দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি : এনটিভি

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দূতাবাসে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

১৬ মার্চ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুয়েত প্রবাসী প্রায় ৫৯ জন বাংলাদেশি শিশু অংশ নেয়।

গতকাল বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে দূতাবাসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সিডিএ কাউন্সিলর এস এম মাহবুবুল আলম। এতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পড়ে শোনানো হয়।

সভায় উপস্থিত কুয়েত প্রবাসীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করেন।