বাংলাদেশের সঙ্গে সমঝোতায় প্রভাব পড়বে না : মালয়েশিয়া

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট। ছবি : সংগৃহিত

বিদেশি কর্মী নিয়োগ স্থগিত করা হলেও তা বাংলাদেশের সঙ্গে করা সমঝোতায় এর কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট। 

গতকাল বৃহস্পতিবার মালয়েশিয়ার দ্য স্টার অনলাইনের এক প্রতিবেদনে এ কথা বলা হয়।  

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী রিচার্ড রায়ট বলেন, ‘বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে, এর মেয়াদ পাঁচ বছর। সরকার বিদেশি কর্মী নিয়োগ স্থগিতের সিদ্ধান্ত তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে ওই সমঝোতার কার্যকারিতা ফিরে আসবে। বিদেশি কর্মী নিয়োগ আপাতত বন্ধ করা হয়েছে বলে সমঝোতা ভেস্তে গেছে বা একেবারেই অকার্যকর হয়ে গেছে, বিষয়টি এমন নয়। 

মানবসম্পদ মন্ত্রী বলেন, ‘আমরা শুধু বাংলাদেশের সঙ্গেই নয়, সাতটি দেশের সঙ্গে এ ধরনের এমওইউ করেছি।’

নয় মাস আগে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেওয়ার ঘোষণাটি এসেছিল মালয়েশিয়ার কাছ থেকে। দেশটির ট্রেড ইউনিয়নসহ সবাই এর বিরোধিতা করলেও সিদ্ধান্তে অনড় ছিল মালয়েশিয়া। অনুমোদন দিয়েছিল দেশটির মন্ত্রিসভাও। তবে গত ১৮ ফেব্রুয়ারি কর্মী নেওয়ার সেই সমঝোতা সইয়ের ১২ ঘণ্টার মধ্যেই দেশটি জানায়, এই মুহূর্তে দেশটি কোনো কর্মী নেবে না। সম্প্রতি দেশটির মন্ত্রিসভাও এর অনুমোদন দেয়।