রিয়াদে শ্রমিক দলের মে দিবস পালন
সৌদি আরবের রাজধানী রিয়াদে মহান মে দিবস পালন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল।
গতকাল রোববার রিয়াদের একটি রেস্টুরেন্টে জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরব কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চলের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন আজাদের সঞ্চালনায় মে দিবসের আলোচনায় অংশ নেন প্রবাসী নেতারা।
বক্তারা বলেন, শ্রমিকের অধিকার ও গণমানুষের ভোটের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে স্বাধীন-সার্বভৌম দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। শ্রমিক-জনতার ঐক্যের মাধ্যমে চলমান অচলাবস্থা থেকে বাংলাদেশকে উদ্ধারে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেন তাঁরা।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি ও বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান কমল। প্রধান বক্তা ছিলেন দলের সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী, সহসভাপতি শেখ রুহুল আমীন বাবুল, স্বেচ্ছাসেবক দলের পূর্বাঞ্চলের সভাপতি আবদুল হালিম ভূঁইয়া নূর, বিএনপির প্রচার সম্পাদক কাজী আইউব আলী। আরো বক্তব্য রাখেন হাফিজ উদ্দিন, কাশেম মেম্বার, মুজাম্মেল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন শ্রমিক দলের সহসভাপতি মাওলানা হোসাইন বাবুল মোল্লা।
সভায় সৌদি আরব বিএনপির কেন্দ্রীয় কমিটির পূর্বাঞ্চলের বিভিন্ন সহযোগী সংগঠন ও প্রবাসী শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।