মে দিবসে কুয়েতে শ্রমিক দলের আলোচনা সভা
লাখো প্রবাসীর শ্রমে অর্জিত অর্থে আজ সমৃদ্ধ দেশের অর্থনীতি। এই শ্রমিকের অধিকার আদায়ে দেশ-বিদেশে সব শ্রমিকদের ঐক্য হওয়ার আহ্বান করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুয়েত শাখার নেতারা।
মে দিবস উপলক্ষে কুয়েত সিটির রাজধানী হোটেলে গত বৃহস্পতিবার রাতে শ্রমিক দলের কুয়েত শাখার সভাপতি আজীজ উদ্দিন মিন্টুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে জিয়ার আদর্শের সৈনিকরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে বর্তমান দেশের অগণতান্ত্রিক আচরণ বন্ধ করবেন। নির্যাতিত শ্রমিকদের ন্যায্য আদায়ে সবাইকে অঙ্গীকার করার আহ্বান জানা তাঁরা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েত বিএনপির সভাপতি মো. আশরাফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কুয়েত বিএনপির সাধারণ সম্পাদক কাজী মঞ্জুরুল আলম, যুগ্ম সম্পাদক আবুল হাসেম এনাম, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির মায়মুন, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজাহান সবুজ, আবদুল হামিদ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোমিন উল্লাহ পাটোয়ারী, কামাল উদ্দিন, শাহ আলম, আলমগীর ভূঁইয়া প্রমুখ নেতারা।
অনুষ্ঠানে শ্রমিক দলের বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীসহ অনেক প্রবাসীরা উপস্থিত ছিলেন।