মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৫ অভিবাসী শ্রমিক আটক

Looks like you've blocked notifications!
আটকের পর নিয়ে যাওয়া হচ্ছে মালয়েশিয়ার অভিবাসী শ্রমিকদের। ছবি : দ্য স্টার

মালয়েশিয়ার পেনাংয়ের বিভিন্ন বিপণি বিতানে অভিযান চালিয়ে ৮৫ অভিবাসী শ্রমিককে আটক করা হয়েছে। 

গতকাল সোমবার ইমিগ্রেশন পুলিশের ৯০ জন সদস্য এই আটক অভিযান পরিচালনা করেন। 

আটক হওয়া অভিবাসীদের বয়স ২০ থেকে ৪০ বছর। তাঁদের মধ্যে ১১ জন নারী রয়েছেন।

পেনাং ইমিগ্রেশনের সহকারী পরিচালক আবদুল রহমান স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টার ডটকমকে বলেন, এসব অভিবাসীর কাছে মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না। তাঁরা সবাই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। পেনাং, কেদাহ, পার্লিস ও পেরাকের অভিবাসন কর্মকর্তারা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

আবদুল রহমান আরো জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, নেপাল ও ইন্দোনেশিয়ার নাগরিকের সংখ্যা বেশি।

মালয়েশিয়ার নাগরিকদের অভিযোগের ভিত্তিতে গতকাল বেলা সাড়ে ১১টায় এ অভিযান পরিচালনা করে দেশটির অভিবাসন বিভাগ।

অভিযানে বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করা বাবুর্চি ও ওয়েটারদের বিশেষভাবে খোঁজা হয়। মোট ৪০টি ফুড কোর্টে অভিযান চালিয়ে এই ৮৫ জনকে আটক করা হয়।

অধিকতর তদন্তের জন্য এসব খাবারের দোকানের মালিকদেরও তলব করেছে অভিবাসন বিভাগ। দেশটির ১৯৬৩ সালের অভিবাসন আইনের ৩৯-এর বি ধারা অনুযায়ী তদন্ত কার্যক্রম পরিচালনা করা হবে।