কুয়েতে সাহিত্য পরিষদের সভা
কুয়েতে প্রবাসী সাহিত্য পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার রাতে কুয়েত সিটির রাজধানী হোটেলে পরিষদের মুখপত্র ‘জাগরণ’ পত্রিকা প্রকাশনা নিয়ে আলোচনার জন্যই এই সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি রফিকুল ইসলাম ভুলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় আগামীতে সংগঠনের কার্যক্রমের দিকনির্দশনা নিয়ে আলোচনা করা হয়।
কুয়েতে ২০ বছরের বেশি সময় ধরে প্রবাসী বাংলাদেশি কবি সাহিত্যিকদের এই সাহিত্য পরিষদের কর্মধারা অব্যাহত রেখেছে প্রবাসীরা। বিভিন্ন সময়ে এর দায়িত্বভার নিয়েছেন বিভিন্নজন। এবারের সংখ্যা প্রকাশের জন্য কবি সেলিম রেজাকেদায়িত্ব দেওয়া হয়েছে।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলার বার্তা সম্পাদক সাংবাদিক মঈন সুমন, মৃত্তিকার সম্পাদক কবি সেলিম রেজা, মদিনার পথের সম্পাদক শরীফ মিজান, পদক্ষেপ সম্পাদক আল আমিন স্বপন, কবি মোরশেদ আলম বাদল, এমরান সিকদার, আহাদ, মাহমুদুর রহমান প্রমুখ।