কুয়েতে বিএমসির রজতজয়ন্তী উদযাপিত
কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপিত হয়েছে।
দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন ২৫ মে বুধবার দুপুরে কেক কাটা, প্রামাণ্যচিত্র ও আলোচনা অনুষ্ঠিত হয়। ২৬ মে বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রজতজয়ন্তী উদযাপিত হয়।
বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের সদর দপ্তর আয়োজিত অনুষ্ঠানে সোবহানে বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম-উজ-জামান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পদ্মা মাল্টিপারপাস সেতু প্রজেক্টের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সাঈদ মোহাম্মদ মাসুদ। উপস্থিত ছিলেন বিএমসির প্রথম কমান্ডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাহ জালাল, কুয়েত সেনাবাহিনীর ডিরেক্টর অব অফিসার অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার জেনারেল ডা. খালেদ আলী আল কান্দারী, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল নাসিমুল গনি, বাংলাদেশ দূতাবাসের শ্যাজে দ্য অ্যাফেয়ার্স এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন দেশের ডিফেন্স অ্যাটাশে, কুয়েত সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা, বেসামরিক গণ্যমান্য ব্যক্তি ও বিএমসির কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে কুয়েতে শুরু থেকে এখন পর্যন্ত বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের কর্মধারার ওপর স্মৃতিচারণ হয়। দুই দেশের সুসম্পর্ক আরো দৃঢ় করার আশা ব্যক্ত করেন বিএমসির কর্মকর্তারা। ২৫ বর্ষপূর্তিতে একটি স্মরণিকাও প্রকাশ করা হয়।