রিয়াদে প্রবাসী চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির নতুন কমিটি গঠন
নেতৃত্ব ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার রিয়াদের স্থানীয় একটি হোটেলের হলরুমে নবগঠিত কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটির সভাপতি আবদুল মমিন খানের সভাপতিত্বে ও কাজী আইয়ুব আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কুমিল্লা জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শাহাবউদ্দিন ফরায়েজী, সাইফুদ্দিন নোমানসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা।
অনুষ্ঠানে বক্তারা উপজেলা নির্বাচনে সরকার দলীয়দের সংগঠিত অনিয়ম, দুর্নীতির কথা উল্লেখ করেন। একে প্রহসনের নির্বাচন বলে আখ্যা দেন বক্তারা। এ ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সব নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা এবং এসব মামলা প্রত্যাহার না করায় বাংলাদেশের বিচারব্যবস্থাকে সরকার নিয়ন্ত্রিত একচোখা বলে উল্লেখ করেন তাঁরা।