প্রথম বিএমসি কমান্ডারকে সংবর্ধনা দিল কুয়েতে বাংলাদেশি ব্যবসায়িক সংগঠন
কুয়েতে বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টের (বিএমসি) প্রথম কমান্ডার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম শাহ জালালকে সংবর্ধনা দিয়েছে দেশটির বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন। এ উপলক্ষে গত শুক্রবার দুপুরে কুয়েতের মালিয়ায় ব্যবসায়ী সংগঠন বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) কুয়েতের কার্যালয়ে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিবিসি কুয়েতের সভাপতি লুৎফর রহমান মুকাই আলীর সভাপতিত্বে এবং আতাউল গনি মামুনের সঞ্চালনায় ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা মাল্টিপারপাস সেতু প্রজেক্টের প্রধান সমন্বয়ক মেজর জেনারেল আবু সায়িদ মোহাম্মদ মাসুদ, বর্তমান বিএমসি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম শামীম-উজ-জামান।
সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এম শাহ জালাল স্মৃতিচারণে ১৯৯১ সালে প্রথম কুয়েতে এসে বাংলাদেশি সেনাদের তৎকালীন প্রতিকূল অবস্থায় কুয়েতপ্রবাসীদের উদার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, বাংলাদেশ শ্রদ্ধার সঙ্গে সে কথা মনে রাখবে। তিনি কুয়েত অগ্রাসনে বাংলাদেশের সেনা এবং সাধারণ প্রবাসীদের অবদানের অনেক অজানা কথা বলেন। তৎকালীন সময়ে বিভিন্নভাবে সহযোগিতাকারীদের খুঁজে নেন এই সেনা কর্মকর্তা।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিবিসি কুয়েতের সাধারণ সম্পাদক সেলিম আলী খান, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, আকবর হোসেন, হাজি জোবায়ের, হাসান ওয়ারিসসহ উল্লেখযোগ্য নেতারা। অতিথির সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়।