রিয়াদে জিয়া পরিষদের অভিষেক ও ইফতার
পবিত্র রমজান উপলক্ষে সৌদি আরবের রিয়াদে জিয়া পরিষদের উদ্যোগে অভিষেক, দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রিয়াদে এর আয়োজন করা হয়।
নবগঠিত সৌদি আরব পূর্বাঞ্চল জিয়া পরিষদ সভাপতি জাকির হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় ইফতার-পূর্ব আলোচনায় সৌদি আরবপ্রবাসী বিএনপির নেতারা বক্তৃতা করেন। বক্তারা অবৈধ সরকারের অপশাসন ও নির্যাতনের বিরুদ্ধে জনমত সংগঠিত করতে পেশাজীবী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সংগঠনটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক আ ক ম রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান কমল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন বেপারী প্রমুখ।
জিয়া পরিষদের অর্থসচিব সাইফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে অভিষেক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পরিষদের সিনিয়র সহসভাপতি মজনুর রহমান, অন্যতম সহসভাপতি ইঞ্জিনিয়ার এরশাদ আলী।
সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সহসভাপতি আবু কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন ফরায়েজী, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, যুবদলের সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী, রিয়াদ মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন, কাজী আইয়ুব আলী, শ্রমিক দলের সভাপতি ইঞ্জিনিয়ার হেলাল আহমেদ, বিপ্লব হোসেন আযাদসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।