রিয়াদে যুবলীগের উদ্যোগে ইফতার মাহফিল
সৌদি আরবের রিয়াদ আওয়ামী যুবলীগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার রিয়াদের একটি হোটেলে এই ইফতার অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন রিয়াদ যুবলীগের সভাপতি আবদুল জলিল। সাধারণ সম্পাদক আলমগীর মাসুদ ও আলী নূর ইসলাম রনির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়াদে বাংলাদেশ দূতাবাসের মিশন উপ-প্রধান ড. মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সিলর সারোয়ার আলম, এম আর মাহবুব, মোহাম্মদ আবদুস সালাম, ইউসুফ খান, ইসকান্দার আলী খান, কৃষিবিদ শামীম আবেদিন, ড. রেজাউল করিম, কাপ্তান হোসেনসহ আওয়ামী লীগ, যুবলীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা বাংলাদেশ আওয়ামী লীগের ৬৭তম জন্মদিনে সব নেতাকর্মীকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।