সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে স্বেচ্ছাসেবক লীগের ইফতার
আওয়ামী লীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি আল খোবার হোটেলে স্বেচ্ছাসেবক লীগ এ আয়োজন করে।
আলোচনা সভায় প্রবাসী নেতারা বলেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে, আগামীতেও যাবে।’ এ সময় তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পূর্বাঞ্চলীয় সভাপতি শেখ ইকরাম আলীর সভাপতিত্বে ও শেখ ফরহাদ হোসেনের সার্বিক আয়োজনে দোয়া পরিচালনা করেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাহ আলম।
মোস্তফা জামান ও মজুমদার হোসেন বাবুলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদের সভাপতি খান আইয়ুব, বিশেষ অতিথি ছিলেন নুর মোহাম্মদ।
সভায় পূর্বাঞ্চলীয় প্রদেশের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন।