রিয়াদে স্বেচ্ছাসেবক লীগের ঈদ পুনর্মিলনী
সৌদি আরবের রিয়াদে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে অনুষ্ঠিত হলো ঈদ পুনর্মিলনী সভা। সংগঠনের সভাপতি মো. ইউসুফ খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুখ হোসেন।
সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সহসভাপতি মো. মহিউদ্দীন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক বাদল মোল্লা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউছার আহমেদ ফারুখ,মাজহারুল ইসলাম পলাশ, মোতালেব হাওলাদার, শহিদুল্লাহ শহীদ, সেলিম খান,নাছির হোসেন, সুমন পাটোয়ারী, মোখলেছুর রহমান বুলবুল, তোফায়েল আহমেদ, মোস্তাফিজুর রহমান, মো. আসাদ, সাইফুল ইসলাম, জামাল উদ্দীন, রিপন সৈয়দ, ফিরোজ আলম, লাভলু, মার্শাল টিটু, রাসেল নিলয় প্রমুখ।
সভাপতির বক্তব্যে মো. ইউসুফ খান বলেন,আজ এমন একসময় ঈদ শুভেচ্ছা জানাতে হচ্ছে যখন বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে, শান্ত পরিবেশকে ব্যাহত করতে, বাংলাদেশকে বিশ্বের বুকে জঙ্গি রাষ্ট্র বানানোর ষড়যন্ত্রে লিপ্ত জামায়াতে ইসলাম ও জেএমবি। তবে সব ষড়যন্ত্র সম্মিলিতভাবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা প্রতিহত করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। ইউনসুফ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং যাবে। ষড়যন্ত্রকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, এ অগ্রযাত্রা কেউ রুখতে পারবে না।