সোয়াজিল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের ঈদ-পরবর্তী পুনর্মিলনী
আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডে ছোট এক বাংলাদেশ বানালেন প্রবাসীরা। সম্প্রতি দেশটিতে অনুষ্ঠিত ঈদ-পরবর্তী পুনর্মিলনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন কয়েকশ বাংলাদেশি। বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল।
সম্প্রতি সোয়াজিল্যান্ডের মালকান্স কান্ট্রি ক্লাবে ঈদ-পরবর্তী পুনর্মিলনীতে প্রায় ৩০০ প্রবাসী বাংলাদেশি অংশ নেন। দিনব্যপী এই মিলনমেলায় সোয়াজিল্যান্ডের প্রায় সব বাংলাদেশিই সপরিবারে উপস্থিত ছিলেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে পুরুষদের জন্য ছিল ফুটবল, ক্রিকেট খেলার আয়োজন। নারীরা অংশ নেন বালিশ খেলায়। শিশুদের জন্যও ছিল চিত্রাঙ্কন, খেলাধুলাসহ বিভিন্ন আয়োজন।
অনুষ্ঠানে খাবারের আয়োজনেও ছিল বাঙালি সংস্কৃতির ছাপ। এখানে হাতে তৈরি বিভিন্ন দেশি খাবার পরিবেশন করা হয়।
পুনর্মিলনী অনুষ্ঠানে সব বাংলাদেশি পরিবার একদিনের জন্য হলেও বিদেশের মাটিতে বাংলাদেশকে খুঁজে পান।
বাংলাদেশিদের মধ্যে সামাজিক বন্ধন মজবুত করতে সোয়াজিল্যান্ডে ঈদ পুনর্মিলনীর মতো অনুষ্ঠান আয়োজন করা হয়। আর এসব অনুষ্ঠানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকে বাংলাদেশিদের।