জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশি আটক

Looks like you've blocked notifications!

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির অভিযোগে এক বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে কুয়ালালামপুরের জালান গেংটিং ক্লাং এলাকা থেকে ওই বাংলাদেশিকে আটক করা হয়। তবে ওই আটক ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ। 

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বয়স ২৫। পাসপোর্ট আইনের বিধি অনুযায়ী গতকাল শনিবার সকাল থেকেই ওই ব্যক্তির রিমান্ড মঞ্জুর করা হয় এবং এই রিমান্ড চলবে আজ রোববার পর্যন্ত।

ওয়াংশা মাজুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ রয় সুহায়মি শরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে জালান গেংটিং ক্লাংয়ের একটি আবাসিক হোটেল থেকে ওই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কিছু জাল পাসপোর্ট, তিনটি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টারসহ অন্যান্য সরঞ্জাম।

পুলিশ আরো জানায়, প্রাথমিক তদন্তে জানা যায়, আটক ব্যক্তি চার বছর ধরে মালয়েশিয়ার জালান লোক ইয়োর একটি কলেজে ‘স্টুডেন্ট ভিসা’য় অবস্থান করছেন।