মালয়েশিয়ায় খালেদা জিয়ার দীর্ঘায়ু চেয়ে দোয়া

Looks like you've blocked notifications!
খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করে মালয়েশিয়া বিএনপির বুকিত বিনতাং শাখা। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে দোয়া করেছেন মালয়েশিয়া বিএনপির নেতাকর্মীরা।

গত শনিবার এ উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

বুকিত বিনতাং বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন বুকিত বিনতাং শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান বলেন, খালেদা জিয়া জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতীক। আওয়ামী লীগ সরকার অত্যন্ত সুকৌশলে গণতন্ত্রকে হত্যা করে দেশে আবারও বাকশাল কায়েমের চেষ্টা করছে। দেশের জনগণ বর্তমান সরকারের বাকশাল কায়েমের স্বপ্ন কখনো সফল হতে দেবে না।

বাদলুর রহমান বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করতে হলে একযোগে সবাইকে কাজ করতে হবে। তাই খালেদা জিয়ার নেতৃত্বেই স্বৈরাচারকে হটিয়ে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

ওই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস খালেদা জিয়ার জন্য দোয়া চান এবং প্রবাসীদের ঐক্যবদ্ধ হয়ে খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি মাহবুব আলম শাহ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশাররাফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আবদুর রউফ লিটন, এস এম জাহাঙ্গীর আলম, সহসাধারণ সম্পাদক এস এম নিপু, ফজলুল করিম সোহরাব, সাংগঠনিক সম্পাদক  মির্জা সালাহ উদ্দিন, প্রচার সম্পাদক এস এম বশির আলম, যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জু খাঁ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াস, সহদপ্তর সম্পাদক এ কে এম হাবিবুর রহমান শিশির, আন্তর্জাতিক সম্পাদক  আবু জাফর, আপ্যায়নবিষয়ক সম্পাদক সুলতান সালাউদ্দিন টিটু, সহ-অর্থবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, যুবদল নেতা মিনহাজ উদ্দিন, নাসির উদ্দিন নাসির।

আরো উপস্থিত ছিলেন বুকিত বিনতাং বিএনপির সহসভাপতি বোরহান উদ্দিন তালেব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সেলিম, মোহাম্মদ জামাল হোসেন, মোহাম্মদ আবু কাওসার ভূঁইয়া, সবুজ আহমেদ প্রমুখ।

পরে মোনাজাতের মাধ্যমে খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করা হয়।