মালয়েশিয়া সফরে সৈয়দ আশরাফ

Looks like you've blocked notifications!
কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকে অভ্যর্থনা জানানো হয়। ছবি : এনটিভি

পাঁচ দিনের সফরে মালয়েশিয়া গেছেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছান।

এ সময় মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম, লেবার কনস্যুলার ছায়েদুল ইসলাম মুকুল ও ফার্স্ট সেক্রেটারি তাহমিনা ইয়াসমীন মন্ত্রীকে অভ্যর্থনা জানান।

সফরে মন্ত্রীর সঙ্গে রয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম, মন্ত্রীর পিএস এ এফ এম হায়াত উল্লাহ, এপিএস সাজ্জাদ হোসাইন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি (কেবিনেট ডিভিশন) রায়াসাত আল ওয়াসিফ।

মন্ত্রী মালয়েশিয়ায় মঙ্গলবার শুরু হওয়া ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ব্লু ওশেন স্ট্র্যাটেজি-২০১৬-তে যোগ দেন। আজ বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কমনওয়েলথ অ্যাসোসিয়েশন ফর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট কনফারেন্সে যোগ দিচ্ছেন বলে দূতাবাস সূত্রে জানা গেছে।