ইয়াইয়াসান খাজানাহর নৈশভোজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Looks like you've blocked notifications!
ইয়াইয়াসান খাজানাহর দশম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত নৈশভোজে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের সঙ্গে ছবি তোলেন শিক্ষার্থীরা। ছবি : এনটিভি

শিক্ষার্থী-গবেষকদের বৃত্তিদানকারী মালয়েশিয়ার প্রতিষ্ঠান ইয়াইয়াসান খাজানাহ ফাউন্ডেশনের দশম বর্ষপূর্তি উপলক্ষে ১৯ আগস্ট হোটেল হিল্টনে এক নৈশভোজের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাক।

নৈশভোজে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্পমন্ত্রী দাতো শ্রী মুস্তাফা মোহাম্মদ।

ইয়াইয়াসান খাজানাহ ফাউন্ডেশনের থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, প্যালেস্টাইন ও বাংলাদেশি স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নৈশভোজে আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে ছিলেন—গাজীপুরের কোনাবাড়ীর আলহাজ মোহাম্মদ মেজবাউদ্দিনের মেয়ে  মাহফুজা কানন মারিয়াম, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার সালাউদ্দিন মাহমুদের মেয়ে সিফাত আরা সেঁজুতি।

ওই দিন নৈশভোজের সময় অলিম্পিক আসরের ব্যাডমিন্টনের সেমিফাইনাল চলছিল। নাজিব তুন রাজাক ইয়াইয়াসান খাজানাহ ফাউন্ডেশন স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে ওই খেলা দেখেন ও আনন্দ উল্লাস করেন। তখন হিল্টন হোটেলের গ্র্যান্ড বলরুমের পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। শিক্ষার্থীদের সঙ্গে নাজিব তুন রাজ্জাক সেলফি তোলেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে কৃতী শিক্ষার্থীরা খুশি হন।