প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রীর

Looks like you've blocked notifications!

বিশ্বের বিভিন্ন দেশে জীবন-জীবিকার তাগিদে কাজ করছেন বাংলাদেশিরা। নিজ গুণে সেখানে তাঁরা আলাদা পরিচিতিও পেয়েছেন। এই পরিচিতি কোথাও মেধা, কোথাও কঠোর পরিশ্রম আবার কোথাও সততার কারণে।  

এবার প্রবাসী বাংলাদেশিদের প্রশংসা করেছেন মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি। 

গতকাল রোববার ইপোতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “সম্প্রতি আমি ছুটিতে বিদেশে যাই। সেখানকার একটি মলে বাংলাদেশি এক বিক্রেতা আমাকে দেখার পর অনর্গল মালয়েশিয়ান ভাষায় কথা বলা শুরু করল। আমি তাকে জিজ্ঞেস করলাম কীভাবে তুমি মালয় ভাষায় কথা বলছো? সে আমাকে জানায়, ‘মালয়েশিয়ায় আমি আড়াই বছরের মত কাজ করেছি’।”

দীর্ঘদিন মালয়েশিয়ায় থাকার পরও যারা দেশটির ভাষায় কথা বলতে পারেন না তাঁদের সমালোচনাও করেন ড. আহমদ জাহিদ।

এর আগে গত বছরের ৫ নভেম্বর মালয়েশিয়ার সংসদ অধিবেশনে বাংলাদেশি শ্রমিক নিয়োগ নিয়ে বিরোধীদের সমালোচনা খণ্ডনের সময় উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি বলেছিলেন, বাংলাদেশিরা অন্যদের চেয়ে বিশ্বস্ত এবং আস্থাভাজন। উদাহরণস্বরূপ তিনি বলেন, ‘ক্যাশ কাউন্টার ও পেট্রল স্টেশনের দায়িত্ব তাদের হাতে দিয়ে নিশ্চিন্তে থাকা যায়।’