সৌদি আরবে স্বেচ্ছাসেবক দলের বিপ্লব ও সংহতি দিবস পালন

Looks like you've blocked notifications!
সৌদি আরবের জুবাইলে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতারা। ছবি : এনটিভি

সৌদি আরবে বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এই উপলক্ষে গতকাল শুক্রবার সৌদি আরবের জুবাইলের হোটেল কক্সনে আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৌদি আরব স্বেচ্ছাসেবক দলের সভাপতি শোয়াইব বিন আহমেদ সোহেল। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সোহেল আরমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি শেখ আবদুল মান্নান। প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল বিএনপির আরেক সহসভাপতি তওফিক এলাহী কবির। বিশেষ অতিথি ছিলেন আবুল বাসার স্বপন ও তোফায়েল আহমেদ তুহিন।

সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকার ওপর আলোচনা করেন। প্রবাসী নেতারা বলেন, আজকের জাতীয় সংকট থেকে দেশ ও জাতিকে বাঁচাতে সবাইকে শহীদ জিয়ার নীতি ও আদর্শের আলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

সভায় জিয়াউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। সৌদি প্রবাসী বিএনপির কয়েকশ নেতাকর্মী এ সভায় অংশগ্রহণ করেন।