একাত্তর স্মরণে ভিডিও

Looks like you've blocked notifications!
মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা তৈরি করেছেন ‘বেস্ট উইশেস ফর বাংলাদেশ ভিক্টরি ডে-২০১৬’ নামে একটি শুভেচ্ছা ভিডিও। ছবি : এনটিভি

মহান বিজয় দিবসে মালয়েশিয়ায় পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা ‘বেস্ট উইশেস ফর বাংলাদেশ ভিক্টরি ডে-২০১৬’ নামে একটি শুভেচ্ছা ভিডিও তৈরি করেছেন। ভিডিওটিতে বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রতি বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের শুভেচ্ছা রয়েছে।

ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকে (ইউনিমাস) অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা তৈরি করেছেন ভিডিওটি। ১৯৭১ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই ভিডিওটি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তাঁরা।

ইউনিমাসের বিভিন্ন স্থানে ধারণ করা হয়েছে ভিডিওটি। মালয়েশিয়ার প্রবাসী ব্যবসায়ী মো. আতিকুর রহমানের সার্বিক সহযোগিতায় ভিডিওটি ধারণ ও পরিচালনা করেন ইউনিমাসের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন চৌধুরী।

ভিডিওতে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, সৌদি আরব, মালয়েশিয়া ও চীনের শিক্ষার্থীরা বিজয়ের শুভেচ্ছা জানান। সেইসঙ্গে নিজ নিজ ভাষায় বাংলাদেশ, এ দেশের খাবার এবং মানুষ সম্পর্কে কথা বলেন।

ভিডিওটি সম্পর্কে ইউনিমাসের শিক্ষক মোহাম্মদ মাহবুবুর রাহমান বলেন, ‘প্রবাসে থাকলেও আমাদের মনটা পড়ে থাকে স্বদেশেই। প্রবাস থেকে দেশের প্রতি ভালোবাসা জানাতে আমার শিক্ষার্থীরা সুন্দর একটি শুভেচ্ছা ভিডিও তৈরি করায় আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাই। তরুণ প্রজন্মের মাধ্যমেই বাংলাদেশ বিশ্ব দরবারে আরো উচ্চ স্থানে যাবে।’

ইউনিমাসের শিক্ষার্থী সিফাত উল্লাহ বলেন, ‘এ উদ্যোগ প্রমাণ করে, বিদেশে থাকলেও আমরা বাংলাদেশকে ভুলিনি। আশা করি, এ ধরনের কাজ অব্যাহত থাকবে।’