মালয়েশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ড : নিহত বাংলাদেশিদের পরিচয় মিলেছে

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ায় কারখানায় অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি। ছবি : এনটিভি

মালয়েশিয়ায় ছাপা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশি কর্মীর পরিচয় জানা গেছে। দেশটির পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় তাদের পরিচয় শনাক্ত করতে পেরেছে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস।

নিহত দুজন হলেন—ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বোরক আলীর ছেলে লিটন (৩৪) ও পাবনার সুজানগর উপজেলার পারঘোরাধা গ্রামের মো. কোরবান মোল্লার ছেলে মুরাদ আলী মোল্লা (৩৪)।

তবে, একই ঘটনায় দগ্ধ আরও চার বাংলাদেশি শ্রমিকের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি। দগ্ধদের হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দূতাবাসের এক কর্মকর্তা।

গতকাল বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রি সোলেমানের জুমু এসডিএন বিএইচডি নামের একটি ছাপাখানায় আগুন লাগে। আগুনে ছয় বাংলাদেশি আটকা পড়েন। তাদের মধ্যে দুজন দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। বাকি দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দুজনের মরদেহ দেশটির পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটির বিশেষ প্রশিক্ষিত দমকল বাহিনী জেবিপিএমের অ্যাসিস্ট্যান্ট অপারেশন ডিরেক্টর মোহামাদুল এহসান মোহাম্মাদ জেইন বলেন, ‘দমকলকর্মীদের চেষ্টায় ভোর ৪টা ৪৮ মিনিটে ছাপাখানাটির আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ধোঁয়ার কারণে শ্বাসরুদ্ধ হয়ে দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। বিস্তারিত জানতে দুর্ঘটনাটি তদন্ত করা হচ্ছে।’