মালয়েশিয়ায় শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট শুরু

Looks like you've blocked notifications!
মালয়েশিয়ায় শনিবার শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। ছবি : এনটিভি

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির ১২টি দলের অংশগ্রহণে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে শনিবার (২১ অক্টোবর)। শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান, ইন্টারন্যাশনাল  ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার  ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইসলামিক থট অ্যান্ড সিভিলাইজেশন ফ্যাকাল্টির সহযোগী অধ্যাপক ড. ওয়ান আহমেদ ফাউজি বিন ওয়ান হোসাইন, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার শিক্ষক ও শিক্ষার্থী এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেখ রাসেল মেমোরিয়াল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য খেলোয়াড়দের অভিনন্দন জানান হাইকমিশনার মো. শামীম আহসান। একইসঙ্গে আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা  জানান তিনি। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শিশু রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, ‘শিশু শেখ রাসেল ছিল সরলতা, সাহসিকতা ও নির্মলতার প্রতীক এবং তার আদর্শ ও চারিত্রিক বৈশিষ্ট্য সব শিশু-কিশোরের জন্য আদর্শ।’

হাইকমিশনার আরও বলেন, ‘১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাতে ঘাতকরা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকারদের নিশ্চিহ্ন করে দিতে শিশু রাসেলকেও নির্মমভাবে হত্যা করে।’ 

এ সময় শেখ রাসেলের আত্মত্যাগকে শক্তিতে রূপান্তর করে শেখ রাসেলের স্বপ্নের সুন্দর পৃথিবী গড়ার প্রত্যয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান হাইকমিশনার মো. শামীম আহসান।