কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার ইফতার মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিবছরের মতো এবারও মালয়েশিয়ায় বসবাসরত সব শ্রেণির প্রবাসীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া।
গতকাল সোমবার (২৪ মার্চ) সন্ধ্যায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিন্তাং পিঠাঘর রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি ও মালয়েশিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্সের পরিচালক মাহবুব আলম শাহ, মালয়েশিয়া বিএনপির সহসভাপতি তালহা মাহমুদ, আবদুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু, সহসাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মালয়েশিয়ার সভাপতি মুফতি আমিরুল ইসলাম, জাতীয় নাগরিক কমিটি মালয়েশিয়া চ্যাপ্টারের আহ্বায়ক মুহাম্মদ এনামুল হক, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সিনিয়র সহ-সভাপতি কবি রফিক আহমেদ খান, সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য মোস্তফা ইমরান রাজু, সহসভাপতি কায়সার হামিদ হান্নান, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি, প্রচার সম্পাদক সাহাব উদ্দিন, সদস্য বসির ইবনে জাফর, মাইটিভি মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন, ডিবিসি নিউজের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আলী, বিএনপি নেতা আনোয়ার পারভেজ, ইঞ্জিনিয়ার শাহজালাল, যুবদল নেতা জাহাঙ্গীর হাওলাদার, রাসেল রানা, বাদল কারার, মারুফ শিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা মোজাম্মেল হক প্রধান, আল ইমরান, মারুফ ই এলাহী, ইফতেহা ইমন বাপ্পী, ব্যবসায়ী মো. সাত্তারসহ বিপুল সংখ্যক প্রবাসী।
ইফতারের আগে ফিলিস্তিনিসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।