‘প্রাণ ইউএইচটি মিল্ক ঘরে থেকে বুদ্ধির লড়াই’
কুইজ-৫ খেলে জিতুন ৩৩০০ টাকার পুরস্কার
এনটিভি অনলাইনে শুরু হলো ৫ম দিনের মতো সাধারণ জ্ঞানের কুইজ ‘প্রাণ ইউএইচটি মিল্ক ঘরে থেকে বুদ্ধির লড়াই’ প্রতিযোগিতা। সঠিক প্রশ্নের উত্তর দিয়ে আজও রয়েছে ৩৩০০ টাকার আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।
১৫ দিনব্যাপী এ কুইজে প্রাণ ইউএইচটি মিল্কের পক্ষ থেকে রয়েছে মোট ৫০ হাজার টাকার পুরস্কার। গতকাল ৫ জুলাই শুরু হয়ে কুইজটি চলবে ১৯ জুলাই পর্যন্ত। প্রাণের ই-কমার্স প্ল্যাটফর্ম ‘অথবা ডটকম’-এর মাধ্যমে প্রতিযোগীদের ঠিকানায় পুরস্কার পৌঁছে দেওয়া হবে। কুইজটি খেলতে বিকাশের মাধ্যমে ১০ টাকা চার্জ প্রযোজ্য হবে।
এনটিভির ফেসবুক বটের এই লিঙ্কে http://m.me/ntvdigital ক্লিক করে কুইজটি খেলা যাবে। একজন প্রতিযোগী প্রতিদিন যতবার ইচ্ছে কুইজ খেলতে পারবেন। একদিনের বিজয়ীরাও প্রতিদিন কুইজ খেলতে পারবেন।
আসুন, একনজরে কুইজের নিয়মাবলি জেনে নিই :
- কুইজটি খেলতে ক্লিক করুন এই লিঙ্কে : http://m.me/ntvdigital
- কুইজ খেলার জন্য বিকাশের মাধ্যমে মাত্র ১০ টাকা পেমেন্ট করতে হবে।
- কুইজের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে হবে।
- প্রতিটি প্রশ্নের চারটি করে অপশন থাকবে (ক, খ, গ, ঘ)। যে অপশনটি সঠিক মনে হয়, সেই অপশনের ওপর ক্লিক করে উত্তর দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর যদি লিখে অথবা টাইপ করে দেওয়া হয়, তাহলে সেই উত্তর গ্রহণযোগ্য হবে না।
- কুইজের প্রতিটি সঠিক উত্তরের জন্য আপনি পাবেন ১০ পয়েন্ট। অধিকতর ভালো স্কোরের জন্য একাধিকবার কুইজ খেলার সুযোগ একজন অংশগ্রহণকারী পাবেন। সে ক্ষেত্রে পুনরায় বিকাশের মাধ্যমে ১০ টাকা পেমেন্ট নিশ্চিত করতে হবে।
- সবচেয়ে কম সময়ে সর্বোচ্চ সঠিক প্রশ্নের উত্তরদাতার মধ্য থেকে প্রতিদিন তিনজন বিজয়ী ঘোষণা করা হবে এবং প্রতিজন পাবেন ১১০০ করে মোট ৩৩০০ টাকার পুরস্কার। প্রতিদিনই তিনজনের পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
- ১৫ দিন ব্যাপ্তিকালের এ কুইজে মোট ৫০,০০০ টাকার পুরস্কার দেওয়া হবে।
- কুইজে একবার বিজয়ীদের দ্বিতীয়বার বিজয়ী হওয়ার সুযোগ থাকবে না।
- বিজয়ীদের সুবিধার কথা মাথায় রেখে নির্ধারিত পুরস্কার ‘অথবা ডটকম’-এর মাধ্যমে তাঁদের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে।