আপনার জিজ্ঞাসা
আইয়ামুল বিজ-এর সিয়ামের ব্যাপারে জানতে চাই
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৭৬৫তম পর্বে ই-মেইলের মাধ্যমে কুমিল্লা লাকসাম থেকে আনোয়ার হোসেন ‘আইয়ামে বিজ’-এর সিয়ামের ব্যাপারে জানতে চেয়েছেন। অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আইয়ামুল বিজ-এর সিয়ামের ব্যাপারে জানতে চাই
উত্তর : আইয়ামে বিজ-এর সিয়াম বলতে আরবি মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখের সিয়ামকে বলা হয়। যেহেতু এ দিনগুলোতে চাঁদের আলো একেবারে উজ্জ্বল থাকে, শুভ্র-সাদা থাকে, তাই এ দিনগুলোকে আলোকিত রাত বলা হয়। এজন্য এ দিনগুলোর সিয়ামকে আইয়ামুল বিজের রোজা বলা হয়। এ সিয়ামগুলো রাখা সুন্নাহ। আলেমদের কেউ কেউ এটিকে মুস্তাহাবও বলেছেন। কেউ যদি মাসের যেকোনো তিন দিন নিয়মিত সিয়াম পালন করেন, সে ব্যক্তি যদি এ তিনটি সিয়ামও পালন করেন, তাহলে সেগুলো মুস্তাহাব। আর, কেউ যদি অন্য সময় তিনটি না রাখেন, তাহলে তাঁর জন্য এটি সুন্নাহ। এটি ফরজ কিংবা ওয়াজিব নয়। এর ফজিলত নিয়ে রাসুল (সা.) বলেছেন, এ তিন দিন সিয়াম পালন করলে তিনি পুরো বছরের সিয়াম পালনের ফজিলত পাবেন। তবে, ফরজ সিয়াম পালনের ফজিলত নয়, এটি হলো নফল সিয়াম পালনের ফজিলত। অর্থাৎ, তিনি সারা বছর বা সারা জীবনের নফল সিয়ামের ফজিলত পাবেন।