আপনার জিজ্ঞাসা
আগে ভাঙতি রোজা না কি ছয় রোজা রাখব?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
‘আপনার জিজ্ঞাসা’ রমজানের বিশেষ আয়োজনের ২৮তম পর্বে ঢাকার মগবাজার থেকে টেলিফোনে একজন জানতে চেয়েছেন, আগে ভাঙতি রোজা নাকি ছয় রোজা রাখব? অনুলিখন করেছেন মোহাম্মদ সাইফ আহমেদ।
প্রশ্ন : আগে ভাঙতি রোজা নাকি ছয় রোজা রাখব?
উত্তর : ধন্যবাদ আপনাকে। ভাঙতি রোজা ও ছয় রোজা নিয়ে জানতে চেয়েছেন। এ ক্ষেত্রে ভাঙতি রোজাটা আপনার ওপর ফরজ। এটা আল্লাহর কাছে আপনার ঋণ। আর ছয় রোজা হলো আলাদা ফজিলত। যেহেতু ভাঙতি রোজা আপনার ঋণ সেহেতু আগে এটা আপনার পূরণ করতে হবে। আগে যদি ভাঙতি রোজা আদায় না করেন তাহলে আপনি আটকে যাবেন। তাই আগে আপনি আপনার ভাঙতি রোজা রাখবেন এরপর ছয় রোজা রাখবেন। এখানে কোনো সন্দেহ নেই।