আপনার জিজ্ঞাসা

ইমামের পেছনে সুরা ফাতেহা পুরোটা পড়তে না পারলে কি নামাজ হবে?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৪২৪তম পর্বে ইমামের পেছনে সুরা ফাতেহা পুরোটা পড়তে না পারলে নামাজ হবে কি না, সে বিষয়ে কাতার থেকে মেইলে জানতে চেয়েছেন আসাদুর রহমান। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : ইমামের পেছনে অনেক সময় সুরা ফাতেহা পড়তে পারি না, ইমাম রুকুতে চলে যান, এতে কি আমার নামাজ হবে?

উত্তর : ইমামের পেছনে যদি আপনি সুরা ফাতেহা পুরোটা পড়তে না পারেন, তাহলে যতটুকু পড়তে পারেন, ততটুকু পড়ে আপনি ইমামের অনুসরণ করবেন। যেহেতু রাসুল (সা.) হাদিসের মধ্যে বলেছেন, ইমামকে দায়িত্ব দেওয়া হয়েছে মূলত তাঁর অনুসরণ করার জন্য, সুতরাং আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে। তাই সুরা ফাতেহা আপনি যতটুকু পড়েছেন, ততটুকু আপনার জন্য যথেষ্ট হবে।