আপনার জিজ্ঞাসা
এশরাকের নামাজ কত রাকাত এবং এই নামাজ পড়ার নিয়ম কী?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ৬৫০তম পর্বে এশরাকের নামাজ কত রাকাত এবং এই নামাজ পড়ার নিয়ম কী, সে বিষয়ে ঢাকা থেকে টেলিফোনে জানতে চেয়েছেন মিশু। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : এশরাকের নামাজ কত রাকাত? এশরাক নামাজ পড়ার নিয়ম কী?
উত্তর : প্রথম কথা হচ্ছে এই নামাজের রাকাত নির্দিষ্ট করা নেই। সর্বনিম্ন যে রাকাত পড়া হয়ে থাকে সেটা হলো দুই রাকাত। সুতরাং আপনি দুই রাকাত থেকে শুরু করে আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন। কিছু সংখ্যক ওলামায়ে কেরাম বলেছেন ১২ রাকাত পর্যন্ত পড়তে পারবেন। নফল সালাতের বিষয়ে রাকাত নির্দিষ্ট নেই। তবে নবী করিম (সা.)-এর হাদিসে এসেছে তিনি দুই রাকাত, দুই রাকাত করে চার রাকাত পড়তেন। এটি নবী করিম (সা.)-এর আমল দ্বারা প্রমাণিত হয়েছে।
এশরাক নামাজ পড়ার নিয়ম হচ্ছে, সূর্য উদিত হওয়ার পর থেকে এক বর্শা পরিমাণ উদিত মধ্যাকাশে আসার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আদায় করলে এশরাকের সালাত আদায় হয়ে যাবে। খেয়াল রাখতে হবে নবী করিম (সা.) সূর্য উদিত হওয়ার সঙ্গে সঙ্গে এই সালাত আদায় করতেন না। নবী করিম (সা.) এক বর্শা পরিমাণ অপেক্ষা করতেন। একদল ওলামায়ে কেরাম বলেছেন, বর্শা মানে দেড় মিটারের মতো, আবার কিছু ওলামায়ে কেরাম বলেছেন, এক মিটারের মতো। এটি সময়ের সঙ্গে পরিমাপ করলে দাঁড়ায়, সূর্য উদিত হওয়ার ১০ থেকে ১২ মিনিট পর শুরু হয়। এটি যেহেতু নফল নামাজ, সেহেতু আপনি অন্য নামাজের মতোই দুই রাকাত করে আদায় করে নেবেন। এটার জন্য আলাদা কোনো নিয়ম নেই। এই নামাজের আলাদা কোনো নিয়ত নেই। শুধু আল্লাহু আকবার বলে শুরু করবেন।