আপনার জিজ্ঞাসা
ওয়ারিশের জমির রেজিস্ট্রি খরচ কে বহন করবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মাদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫৭২তম পর্বে ওয়ারিশের জমির রেজিস্ট্রি খরচ কে বহন করবে, সে বিষয়ে ই-মেইলে জানতে চেয়েছেন কুইন কানিজ। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : ওয়ারিশের জমির রেজিস্ট্রি খরচ কে বহন করবে? যাঁরা ওয়ারিশ তাঁরা, নাকি যাঁরা দেবেন তাঁরা?
উত্তর : আমাদের দেশে যেটা প্রচলিত, সেটা হলো জমি রেজিস্ট্রি খরচ যিনি সম্পত্তির মালিকানা নেবেন তিনি প্রদান করে থাকেন। আর ইসলামী শরিয়তের মূলনীতি হচ্ছে, যেটা প্রচলিত আছে সেটা যতক্ষণ পর্যন্ত শরিয়তের নির্দেশনার বিরোধিতা করবে না ততক্ষণ পর্যন্ত এটা গ্রহণযোগ্য এবং এটা বাস্তবায়ন করা যাবে। এই ক্ষেত্রে প্রচলিত নিয়ম অনুযায়ী ওয়ারিশরা রেজিস্ট্রি করে নেবে।