আপনার জিজ্ঞাসা
কত টাকা থাকলে জাকাত দিতে হয়?
নামাজ, রোজা, জাকাত, হজ, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার বিশেষ আয়োজনের ২৪তম পর্বে টেলিফোনের মাধ্যমে রাজবাড়ি থেকে মাহরুফ মন্ডল জানতে চেয়েছেন, কত টাকা থাকলে জাকাত দিতে হয়? অনুলিখন করেছেন রেখা আক্তার।
প্রশ্ন : কত টাকা থাকলে জাকাত দিতে হয়? জমি ও স্বর্ণের ক্ষেত্রে কেমন জাকাত দিতে হয়?
উত্তর : যদি ৭০ হাজার টাকা বা তার বেশি যদি আপনার কাছে অন্তত এক বছর থাকে তখন আপনাকে জাকাত দিতে হবে। ৭০ হাজার টাকা বেশি থাকলে আপনার কাছে যা থাকবে তার ২.৫% আপনাকে জাকাত দিতে হবে। এ ছাড়া জমির কথা বলেছেন। জমিনের কোনো জাকাত হয় না। উৎপাদিত ফসলের ওপর জাকাত হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে। এখানেও হিসাব রয়েছে। যারা জমিতে ব্যবসা করে বা ব্যবসার উদ্দেশ্যে জমি কিনেছেন তাদের জাকাত হবে। কিন্তু জমির কোনো জাকাত নেই। স্বর্ণের ক্ষেত্রে বলব, স্বর্ণ বার হয় কিংবা স্বর্ণ সম্পদ হিসেবে জমা রাখা হয় তাহলে জাকাত হবে। কিন্তু ব্যবহৃত স্বর্ণের হলে কোনো জাকাত হবে না। এটি স্পষ্ট কথা।