আপনার জিজ্ঞাসা
খরগোশের গোস্ত খাওয়া কি হালাল?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ২৫৮৯তম পর্বে খরগোশের গোস্ত খাওয়া হালাল কি না, সে বিষয়ে চট্টগ্রাম থেকে ই-মেইলে জানতে চেয়েছেন আনোয়ারা হোসেন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : খরগোশ পালন করা আর খরগোশের গোস্ত খাওয়া কি ইসলামে হালাল?
উত্তর : খরগোশ পালন করা ইসলামী শরিয়তের মধ্যে জায়েজ আর খরগোশের গোস্ত খাওয়াও জায়েজ। তবে এতে আলেমদের দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন, খরগোশে নখ আছে। তাই এর হিংস্রতার কারণে এটি খাওয়া জায়েজ নেই বা মাখরূহ। বিশুদ্ধ বক্তব্য হলো, খরগোশের অনেক জাত আছে, যে খরগোশগুলো পালন করা হয়, সেগুলো একেবারেই নিরীহ হিংস্র নয়, তাদের নখ বলতে কিছুই নেই, এগুলো খাওয়া জায়েজ, হারাম নয়।