আপনার জিজ্ঞাসা

গুনাহ থেকে মুক্তির পথ কী?

Looks like you've blocked notifications!

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

আপনার জিজ্ঞাসার ২৫৩৪তম পর্বে অতীতের সব গুনাহ থেকে মুক্তির পথ কী, সে বিষয়ে চিঠির মাধ্যমে কিশোরগঞ্জ থেকে জানতে চেয়েছেন হারুন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।

প্রশ্ন : অতীতে যেসব গুনাহ করেছি, বিশেষ করে অপরের হক নষ্ট করা, গিবত করা, কারো মনে কষ্ট দেওয়া ইত্যাদি... এসব গুনাহ থেকে মুক্তির পথ কী? এদের অনেকে বেঁচে নেই, বান্দার হক আল্লাহ মাফ করবেন না। এখন উপায় কী? 

উত্তর : কারো হক যদি আপনি নষ্ট করে থাকেন আর এখন আদায় করতে পারছেন না, সে ক্ষেত্রে তাদের জন্য দোয়া করবেন। তাদের পক্ষ থেকে সদকা করবেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এই তিনটি কাজ করবেন। যদি সত্যিকারভাবে আল্লাহ আপনার তওবা কবুল করে থাকে, তাহলে কিয়ামতের দিন এই অপরাধগুলো ক্ষমা করে দেবেন আর এর বিপরীতে যে আমলগুলো করেছেন, সেখান থেকে আল্লাহ ওই বান্দার হকটুকু পূরণ করে দেবেন।