চট্টগ্রামে ইসকনের নান্দনিক মন্দির উদ্বোধন

চট্টগ্রামে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নবনির্মিত মন্দির উদ্বোধন করা হয়েছে। নান্দনিক কারুকার্য সমৃদ্ধ এই মন্দিরের নামকরণ করা হয়েছে ‘ইসকন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির’।
আজ শনিবার সকালে মার্বেল পাথর দিয়ে তৈরি দর্শনীয় এ মন্দিরের ভার্চুয়ালি উদ্বোধন করেন ইসকনের প্রধান গুরু শ্রীল জয়পতাকা স্বামী মহারাজ।

মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজনের মধ্যে ছিল সুদর্শনচক্র হোম, সুদর্শনচক্র প্রতিষ্ঠা, জগন্নাথদেবকে রত্নসিংহাসনে আরোহন, রাজভোগ নিবেদন, দাতা ও সুশীল সমাজের অংশগ্রহণে বিশেষ আরতি প্রদান।
এ সময় উপস্থিত ছিলেন ইসকন জিবিসি শ্রীমত ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, জিবিসি বাংলাদেশ প্রতিনিধি শ্রীপাদ নারুগোপাল স্বামী মহারাজ, ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমত ভক্তি অদ্বৈত নবদ্বীপ মহারাজ, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাশ প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্বশান্তি ও করোনাভাইরাস থেকে মুক্তির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।